।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ৯।।
চাঁদনী রাতে মনের সাথে
জয়শ্রী সরকার
চাঁদনী রাতে মনের সাথে এই সাধারণ মেয়ে
আপন মনে যায় সে ভেসে সুরের তরী বেয়ে।
বুকের ভিতর উথাল-পাথাল কোন্ সে সুদূর টানে
মন চলে যায় দূর-বহুদূর আপন-ভোলা প্রাণে !
স্নিগ্ধ আলোর পরশ পেয়ে এই সাধারণ মেয়ে
চাঁদকে নিয়ে মিষ্টি সুরে উঠলো সে গান গেয়ে।
জ্যোৎস্না আলোর কুচি মেখে গাছের পাতা দোলে
এই আমিটা একাই হাসে খুশির কলরোলে !
চোখ চলে যায় নদীর জলে পূর্ণিমা চাঁদ দেখে
ঢেউয়ের তালে দুলছে সে চাঁদ ভাসছে এঁকেবেঁকে।
জ্যোৎস্না রাতে ফুলগুলো সব আনন্দেতে মাতে
মিষ্টি-মধুর হিমেল হাওয়ায় রূপটি খোলে তাতে !
যতবার ডাকি আয় চাঁদ আয়, চাঁদ চলে যায় সরে
এমনি করেই মোহময় চাঁদ মনকে তোলে ভরে।
মায়ের কোলে চাঁদের হাসি অপূর্ব এক শোভা
মায়ার কাজল মেখে সে তো বড়ই মনোলোভা !
চাঁদনী রাতে মনটা যে চায় একটু একা হতে
সৃষ্টি-সুখে ভাসবে সে তো মিষ্টি আলোর স্রোতে।
মনের সাথে চাঁদনী রাতে খেলবো সৃজন খেলা
অক্ষরেরা সার বেঁধে তো গাঁথবে শব্দ-ভেলা !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন