।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ১০।।
চাঁদ
বাবলু গিরি
এক জরাজীর্ণ ফ্যাকাসে হলুদ শাড়ী লুটিয়ে উলুথুলু চাঁদ
পাগলের মতো ছুটছে আকাশ জুড়ে
কত যে বসন্ত গ্রীষ্ম জুড়ে খুঁজে চলেছো
একটুখানি আলোর উত্তাপ
কোথায় চলেছে কোন ঠিকানায়
কত অজানা বছর ধরে
এই পৃথিবী ছেড়ে
কত দূরে যাবে
হে চাঁদ
পূর্ণিমার চাঁদ, এই সূর্যকে ছেড়ে
মেঘের বনানী ভেদ করে
নদীর হৃদয়ে আছড়ে পড়ো
গলানো সোনা হয়ে
বরফের চূড়ায় ঝলমল করো
হে চাঁদ
কৃষকের কাস্তের মতো একাদশীর চাঁদ
হে চাঁদ
পবিত্র ঈদের চাঁদ,
কোজাগরী লক্ষীর পূর্ণ চাঁদ
প্রেমের করবা চৌথ,
কার্তিক চতুর্থীর চাঁদ
পূর্ণ ৺চাদের রাতে
ভিখারির ভিক্ষার মুদ্রাগুলো
চক্ চকে হেসে ওঠে
শিশুর কপালের টিপ তখন
ঝলমলে পূর্ণিমা
রমণীর চাঁদপনা স্তন গরবে উথালপাতাল
ওহো চাঁদ কবিতার চাঁদ প্রেমের চাঁদ
তুমি ঝলসানো রুটি হয়ে
ক্ষুধার ঘরে এসো, প্রেমের কুটিরে এসো
সোনালী জোছনা আঁচল লুটিয়ে
কোথায় চলেছ গরবিনী
তোমার মায়ায়
জীবনভোর কীর্তনের নৃত্যে জোছনা মেখেছি
হাবুডুবু খেয়েছি কৃষ্ণচতুর্দশীর যমুনায়
ওহো চাঁদ আহা চাঁদ, বুড়ো চাঁদ ছুঁড়ি চাঁদ
লহ্মী চাঁদ রাক্ষুসী চাঁদ, মরা চাঁদ পোড়া চাঁদ
আহা চাঁদ ওহো চাঁদ হাহা চাঁদ ওহ্ চাঁদ বাহ্ চাঁদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন