।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। বিষয় - বাবা— ৬।।
ঘাসের ঘাঘরায় আঁকে স্বপ্ন
পুষ্প সাঁতরা
লজঝড়ে সাইকেলে পরিশ্রমী প্যাডেল
জুতো ভিজে ওঠে ঘামে
ডাকতর বাবু নাড়ী টিপে
ঔষধ আর পথ্যের যৎসামান্য নিরাময়
সরলরেখার মত টানটান বাড়ির ছানাপোনা
সংসার হাপর টানে হাতে গোনা টাকা
মায়ের মুখ ঝামটায় চোখ পদ্যময় উদ্যান
প্রতিশ্রুতির দীর্ঘশ্বাসে বুকে বিষাদ সিন্ধু
বুকে একটা স্নিগ্ধ নদী
যে নদীতে অহঃরহ ঢেউ
সে ঢেউ এ আমরা সাঁতার কাটতাম
পরিশ্রমী ঘামের ঘাঘরায়
এঁকেছেন আমাদের স্বপ্ন আলেখ্য
সে আমার নিরীহ বাবা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন