লেবেল

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা — ২১।। অপেক্ষার জাগরুক সিঁড়ি বেয়ে — বিশ্বনাথ মাঝি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা —   ২১।।




অপেক্ষার জাগরুক সিঁড়ি বেয়ে 

বিশ্বনাথ মাঝি 


একটি প্রতীক্ষা অপেক্ষার জাগরুক সিঁড়ি বেয়ে 

যখন হৃদয় গভীর থেকে নেমে আসে 

তখন খানখান ভেঙে পড়ে ইচ্ছের সাজানো বাগান


সমস্ত প্রস্তুতি ব্যর্থ হয় বৃষ্টিহীন মেঘ উড়ে গেলে 

করবীর থেকে ফুল খসে ঝরে 

নিতান্ত অবহেলায়, অপেক্ষা প্রতীক্ষা ভেঙে তছনছ হয়।


চোখে নদীর বান ভাসান কাজল ধুয়ে দেয় 

টিপ খসে পড়ে পরিপাটি সাজ মাটিতে লুটায় 

বুকের থেকে আঁচল খসে পড়ে অভিন্ন তৎপরতায় 


অপেক্ষার জাগরুক সিঁড়ি বেয়ে অন্ধকার নেমে আসে বরাবরের মতো।

1 টি মন্তব্য: