।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ১২।।
মা আসছেন
তারাশংকর দে
ঢাক বাজে, শঙ্খ ধ্বনি—
জাগো জাগো হে চিত্ত,
আজ যেন মহাশক্তির পদচিহ্ন
আকাশ ভেদ করে নেমে আসছে।
অশোক বনে ফুল ফোটে,
বেলপাতা জলে ভাসে—
ভক্ত হৃদয় রক্তিম দীপে জ্বলে,
অন্তরেতে কেবল এক মন্ত্র ধ্বনি।
"মা আসছেন!"—
গ্রামগঞ্জে আলোড়ন,
শূন্যে ভেসে ওঠে রুদ্র সুর,
ধূপধুনোর ধোঁয়ায় গাঢ় অন্ধকার ভাঙে।
যে সাধক অনশন করে বসেছিল
শ্মশান কাষ্ঠের পাশে,
তার চক্ষু দীপ্তিতে আজ
চন্দ্র সূর্য উজ্জ্বল হয়ে ওঠে।
ভিখারীর কণ্ঠে মন্ত্র ধ্বনি,
অপাঙ্গে শ্মশানের শূন্যতা—
সব মিলেমিশে এক সুর তোলে—
"মা, তুমি এসো,
এসো আমার হাড়ভাঙা বুকের ভেতর।"
হে কালিকা, হে মহাশক্তি,
আজ জনম জনান্তরের অন্ধকারে
তুমি দাও মুক্তির প্রদীপ,
তুমি দাও ভক্তির আলো।
মা আসছেন—
এই মহাকাল পেরিয়ে,
এই পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে
শুধু তোমার পদধ্বনি শোনা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন