।। প্রতিদিন বিভাগ।।
।। জুলাই সংখ্যা।।
।। লিমেরিক পর্ব— ১১।।
হাসির খবর
সুধীর দাস
এক
কেউবা হাসে অট্টহাসি কারো শুকনো ঠোঁটে
কারো হাসি মন মরাতে বুকের ভেতর ফোটে
কেউ হাসে হো হো করে
কেউ হাসে ভো ভো করে
কারো হাসি বুকের কোনে যন্ত্রনাঝর ছোটে।
দুই
দাঁতাল দাঁতে কেউ হাসে মাতাল খেয়ে তাড়ি
কারো হাসির ফোয়ারা ছুটে ষষ্ঠীশশুর বাড়ি
কেউ হাসে ডিসকো নাচে
হাসতে হাসতে জীবন বাঁচে
কারো হাসি হারিয়ে যায় শোকের দগ্ধ ছাড়ি।
তিন
কেউ হাসে হে হে করে কেউবা হাসে হি হি
কেউবা হাসে নরম ঠোঁটে মিষ্টি মধুর মিহি
কেউবা হাসে হা হা করে
হাসিতে চোখে জল ঝরে
আমার বুকে শোকের হাসি সব হারানো চিহি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন