লেবেল

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৭।। মানস মুখোপাধ্যায় -র লিমেরিক ১।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। .

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৭।।


মানস মুখোপাধ্যায় -র  লিমেরিক 


১.

ভোট 

                

আঙুল ফুলে কলাগাছ 

মাথায় পড়লো বাজ

    ঢাকে পড়লো কাঠি

    কেঁপে উঠলো মাটি 

রঙ মিলান্তি নেতার সাজ।

 


২.

বানভাসি 

              

বাড়ছে বৃষ্টি বাড়ছে জল

বানভাসিদের চোখে জল

   নেতা আসে নেতা যায়

  পেট ভরে তাদের কথায় 

হীরক রাজ্যে এটাই চল !


৩.

 কাকতাড়ুয়া 

                 

দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়ার দল

ক্ষেতে নেই কোনো শস্যফল

      তাইতো চাষীর নেই দুশ্চিন্তা

       পেট ভরছে খেয়ে পান্তা 

 দিনে দিনে বাড়ছে মহিষাসুরের দল!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন