।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। প্রতিবাদী কবিতা -৮।।
আলো আসবেই
সেন্টুরঞ্জন চক্রবর্তী
অন্ধকার যতই হোক গাঢ়
আলো তো আসে
প্রতিদিন ভোরে,
রক্তাক্ত প্রান্তর কাঁদে
তবুও মানুষ জেগে ওঠে
বুক চিতিয়ে দাঁড়ায় তিমির ঘোরে।
ঝড়ে লণ্ডভণ্ড গ্রাম আর শহর
ছাইয়ে নিঃশেষ জনপদ,
তবুও হৃদয় লুকিয়ে রাখে
এক বিন্দু আশার আলো
অমূল্য সম্পদ।
গাছ কেটে ফেলা হয় বটে
শিকড় কাঁদে নিঃশব্দ ব্যথায়,
তবুও পাতায় পাতায় ফুটে উঠে
আগামীর স্বপ্ন
নবজন্মের সুর শুনি তাই কথায় কথায়।
বিভেদের কণ্ঠে যতই উঠুক
বিদ্বেষভরা কলরব,
শিশুর হাতে
শিল্পীর রঙে
জেগে ওঠে শান্তির প্রতিচ্ছবির অবয়ব।
বুলেট ছোঁড়ে মৃত্যুর বার্তা
তবুও হৃদয়ে গুনগুনায় প্রেম,
নীরবে নিভৃতে
ফুটে ওঠে চোখে চুপিচুপি
ভ্রাতৃত্বের শুভ কামনাবোধ,ঘনশ্যাম।
মানুষ মরে
হাজার গল্প হয় লেখা
পাহাড় সম কষ্ট উঁকি দেয় সর্বত্র,
তবুও
প্রতিজ্ঞায় গড়ে আগামী
আঁকে জীবনের নিখুঁত মানচিত্র।
সবুজ এই মাটি জানে
কাকে বলে
প্রতীক্ষার গভীর অর্থ-মুক্তি,
ধ্বংসের ভেতরেও সে খোঁজে
আলোর পথ
সে এক নির্ভীক ভিন্ন শক্তি।
একদিন আসবেই প্রত্যাশিত
নতুন সকাল
সেদিন আকাশ হবে উজ্জ্বল স্বচ্ছ,
ইচ্ছেরা উড়বে মুক্ত বাতাসে
হৃদয় হবে উদ্ভাসিত শান্তিতে ধন্য
ময়ূরের পুচ্ছ।
সহসাই
পদ্মা-মেঘনার পাড়ে উড়বে
শান্তির কপোতেরা দুরন্ত,
সারা দেশ গেয়ে উঠবে
জীবনের জয়গান
বন্ধণহীন উজ্জ্বল, অনন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন