।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। প্রতিবাদী কবিতা -৬।।
অপেক্ষা -৬
মানস মুখোপাধ্যায়
অপেক্ষায় থাকতে থাকতে যেন মনে হচ্ছে
হাঁটু মুড়ে আসছে,
ক্রমাগত ঝড়ের তান্ডব খুলতে পারেনি
দুর্নীতির চামচিকাতে ভরা বন্ধ দরজা,
নিরাশ হয়ে ফিরে গেছে নিজের আস্তানায় ।
দূষণ বাতাস আবারও জমছে
আমার কাচা জামা -প্যান্টের পকেটগুলোতে,
সবই যেন হাস্যকর!
প্রতিবাদের শব্দগুলো অপার বিস্ময়ে
চেয়ে আছে তুলাদন্ড হাতে পুতুলটির দিকে -
"ধর্মাবতার যা বলিব সত্য বলিব,
সত্য ছাড়া মিথ্যা বলিব না " ।
রাস্তায় দাঁড়িয়ে দেখছি একটা কাক
বিচারালয়ের মাথায় মলত্যাগ করে উড়ে যাচ্ছে !
তবুও অপেক্ষায় আছি - নাটকের শেষ দৃশ্যের
সংলাপটি শুনতে—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন