লেবেল

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। প্রতিবাদী কবিতা -১০।। প্রতিঘ — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  মে সংখ্যা।। 

   ।।  প্রতিবাদী কবিতা  -১০।।



প্রতিঘ

জীবন সরখেল


অভিশাপ হয়ে আসা প্রভুত্বকামী পিশাচ অতিথিরা
একে একে কেড়ে নিতে চায় সব সুখ-সাম্য-স্থিতি...
এ'সত্য এত কঠোর,নিষ্ঠুর ও কর্কশ যে সহজ সত্য প্রকাশেও সে বিব্রত-বিমূঢ় হয়ে পড়ে! 
অনিশ্চয়তার কালো মেঘে ঢেকে যাওয়া আকাশে পায়ের তলা থেকে সরে যায় সুরক্ষিত মাটি!
ধৈর্য্য-ক্ষমা ও সহিষ্ণুতার স্বর্গোদ্যানে একপেশে উদারতায় কেবল যেন বিপন্ন হয় সব উত্তরপুরুষের ভবিষ্যৎ ;
পুরুষপুরা ইন্দোচিনের মাটি তবু নিশ্চুপে শোনায় আজও শান্তির বৈদিক ধ্বনি...
ত্যাগ সেবায় প্রতিপন্ন চির ঔদার্য্যের মাটি
জ্ঞান-ভক্তি-শ্রদ্ধায় ভরিয়ে দিতে চায় আজও পৃথিবীর কোল...
বিশ্বাস আর বন্ধুত্বের সহজিয়া বাউল বাতাসেই হয়তো একদিন যাবে খসে শঠ-হানাদারের অকারণ হিংস্রতার নির্মোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন