লেবেল

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -১৯।। শিক্ষক — বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -১৯।।




শিক্ষক 

বিকাশরঞ্জন হালদার 

১লা বৈশাখের  ছুটি কাটিয়ে, তার স্কুল অ্যাকাডেমি'তে ফিরেছে, ষষ্ঠ শ্রেণির- ইমরান। ক'দিন লেখাপড়ায় মন বসাতে পারছে না কিছুতেই। মনে পড়ছে মা'র হাতের মুগডাল, আলু-পোস্ত, কাতলা-কালিয়া আর কাঁচা আমের চাটনী।হস্টেলে রুমে ১২ জন বন্ধু'র সঙ্গে, ঘুরেফিরে সেইসব গল্প। চিৎকার চেঁচামেচি...থৈ-থৈ করছে ক'জন মিলে, সারাক্ষণ।  হস্টেলের নিয়মে এই রুমে থাকেন বিবেক স্যার।তিনি রুম টিচার। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন, সাবধান  করে দিলেন- " সামনে পরীক্ষা, মনে থাকে যেন, শান্ত থাক, পড়াশোনায়  মন দে , না হলে মার খাবি কিন্তু বলেদিলাম... " কে কার কথা শোনে! নিষ্পাপ মন। সে ভুল করে বারবার।   সবকিছু ভুল হয়ে যায় তার। রুমে কোলাহল বাড়িতেই থাকে। একসময় রুম টিচার বেচারা, নিয়ন্ত্রণ  হারিয়ে ফেলেন। চুলের মুঠি ধরে দিলেন দু-চার ঘা। " মনে থাকবে? আর করবি? " " আঃ, লাগছে স্যার, আর হবে না, আর  করবো না, বিশ্বাস করুন... "
রাগে গরগর করছেন বিবেক বাবু।বড়  অসহায় এখন ইমরান! হঠাৎ...নীচু হয়ে ঝুলে পড়তে দেখে, স্যার জানতে চাইলেন- " কী রে? কী হয়েছে? আরাম্ভ'টা করলি কী আবার? " কচি গলায় উত্তর  ফুটে ওঠে- " না স্যার  কিছু না, আপনার পায়ে আমার  পা লেগে গেলো তাই, প্রণাম  করছি... " প্রণাম  করলো সে।
চুলের মুঠি ছেড়ে দিয়ে, ঐ ছাত্রটি'র মুখের দিকে তাকিয়ে থাকলেন, শিক্ষক। মনে পড়লো- মানুষ  গড়ার কারিগর যে তিনিই !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন