লেবেল

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -১৫।। চুপ-রাগ — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -১৫।।




চুপ-রাগ

দীপক বেরা 


— আচ্ছা, তোকে যে এত বকি, মারি তাও তুই এত চুপচাপ থাকিস, তোর রাগ হয় না? ছেলেকে প্রশ্ন করেন হরেনবাবু। 
— রাগ? হয় তো। 
— কই? কখনো তো কিছু বলিস না, কিছু তো করিস না? 
— বলি না ঠিকই, —কিন্তু করি তো। 
— করিস? কী করিস? কই, কিছুই তো দেখতে পাই না। 
— আরে বাবা, ওই তো, মানে টয়লেটে যাই। 
— টয়লেটে? টয়লেটে গেলে বুঝি তোর রাগ পড়ে যায়? 
— হ্যাঁ, আমি তোমার টুথব্রাশটা দিয়ে বেশ জোরে জোরে ঘষে ঘষে বেসিন পরিষ্কার করি, রাগ চলে গেলে বেরিয়ে আসি। 
— এ্যাঁ...!!! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন