।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। অণুগল্প (মুক্ত) -১৪।।
সন্তান
সমাজ বসু
স্টেশন চত্বরের বাইরে একটা চায়ের দোকানে ওরা প্রায় রোজই আসে। বিমল, শান্তনু আর অজয়। হারুদাকে বলতে হয় না। তিনজনের তিন রকমের চা বানিয়ে দেয়। ওরা এলেই কেলোও লেজ নাড়তে নাড়তে চলে আসে। বিস্কুট, পাউরুটির আশায়।
তিন চারদিন হলো বিমল লক্ষ্য করছে কেলো তার বিস্কুট কিংবা পাউরুটি মুখে করে নিয়ে চলে যাচ্ছে।
কৌতুহলবশত ওরা কেলোর পিছু এক ভাঙাচোরা গ্যারেজের সামনে গিয়ে দেখে, এক ভিখিরির জন্য কেলো খাবার নিয়ে আসছে। ওদের তিনজনেরই আশ্চর্য হওয়ার পালা।
--- তোমার কেউ নেই? এই কুকুরের বয়ে আনা পাউরুটি খাচ্ছো?
--- বাবু,জন্মের তিনদিন পরই এর মা গাড়ির তলায় চাপা পড়ে মারা যায়। সেই থেকে আমিই একে লালন করছি। আমার সন্তানের মত। ভিক্ষা করে যা জোটে বাপ বেটায় চলে যায়। এখন এই ঠান্ডায় শরীর খুব খারাপ। বেরতে পারি না। বাবার কষ্ট বুঝে ছেলেই এখন খাবার নিয়ে আসছে।
হঠাৎ ওদের তিনজনের চোখেই সব দৃশ্য কেমন ঝাপসা হয়ে এলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন