।। প্রতিদিন বিভাগ।।
।। নজরুল স্মরণে- ১২।।
জনতার কবি-- নজরুল
অসীম দাস
" বিদ্রোহী কবি " শুধু বলে
ভুল করে ভুলে যাই চলে ,
" জনতার কবি "-ই তো ছিলে
বহমান মুষ্টি - মিছিলে ।
সময়ের হাতে হাত তুলে
অমরতা বরলাভ ভুলে ।
এসো কবি , নিদারুন কালে
পথ হাঁটি জ্যৈষ্ঠ সকালে ।
ফের এসো মিলনের গানে
রুজিহীন শ্রমিকের ত্রাণে ,
গালে - হাত চাষার উঠানে
কান পাতো শাসিতের শানে ।
চারিদিকে বিভেদের বিদ্বেষ বাণে
পুড়ে যায় বিবেকের চেতনার মানে ,
যুদ্ধের শেষ শোক শোষণের কানে
গুঁজে দিয়ে চলো কবি চনমনে চানে ।
আজ বড় দরকার রাস্তা দোকানে
প্রতিবাদী প্রতিরোধ কবিতার টানে
ভয়হীন ভেঙ্গে ফেলি কারাগার মনে ,
জাগরূক থেকো তুমি জনগনমনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন