।। প্রতিদিন বিভাগ।।
।। নজরুল স্মরণে- ৫।।
প্রিয় নজরুল
সমর চক্রবর্তী
এই গাছ এই প্রাণে জ্যৈষ্ঠৈর তুমুল ঝড় বয়
গানে গানে কবিতায় তোমার উজ্জ্বল উপস্থিতির এই ত সময়।
গর্বিত মানুষ আজ মত্ত ক্ষীণ সৃষ্টির অহংকারে
তোমার সৃষ্টির আলো প্রজ্বলিত হয় ঐ সব গাঢ় অন্ধকারে।
চারিদিকে আজ হিংসা বিদ্বেষ লড়াই লড়াই প্রাদেশিকতা
তোমার বাঁশির সুর বারবার বলে মহীয়ান মানুষের কথা।
সবুজ ঘাসের বুক চিরে দ্রুত ছোটে তোমার ধূমকেতু রথ
কবিতায় গানে গানে, আজ সাম্যবাদ হোক আমাদের শপথ।
চির যৌবনের কবি, সবার হৃদয়ে ফোঁটাও
সুগন্ধি ফুল
পাশে থেকো কাছে থেকো আমাদের প্রিয় নজরুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন