লেবেল

শনিবার, ১৮ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ২।। হে বিদ্রোহী! — গোবিন্দ মোদক।। Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নজরুল স্মরণে- ২।। 




হে বিদ্রোহী!

গোবিন্দ মোদক 


যুগসন্ধিক্ষণের কবি তুমি কাজী নজরুল, 

প্রতিবাদের ভাষায় তুমি ফোটাও কাব্যফুল। 


বর্ধমানের চুরুলিয়া তোমার জন্মস্থান, 

ছোট থেকেই লেটো-দলে তোমার কবিগান। 


সৈনিকের বেশে তুমি যুদ্ধক্ষেত্রে গেলে, 

গান-কবিতা সঙ্গী হলো যখন ফিরে এলে। 


বিদ্রোহের কবিতা লিখে হলে বিদ্রোহী কবি, 

আগুনঝরা কলমে যে প্রতিবাদের ছবি। 


অগ্নিবীণা, বিষের বাঁশি, প্রলয়শিখা, ঝড়, 

ঘুম ভাঙার গান, সর্বহারা, মরু-ভাস্কর।


কবিতা ছাড়াও গল্প-উপন্যাস, নাটকেও তুমি, 

তোমার কলমে সঞ্জীবিত বাংলা সাহিত্য ভূমি। 


অজস্র গান লিখলে তুমি প্রেম ও পূজায়, 

নজরুল গীতি নামে যা শিরোপাটা পায়। 


বিদ্রোহী তুমি সুরে গানে কাব্য ও কবিতায়, 

হৃদয়টাকে আছো ছুঁয়ে শত-প্রণাম জানাই॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন