।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২০।।
ওরে ও বৈশাখ
কালাকার
ওরে ও বৈশাখ নতুন বৈশাখ
আননারে কাল বৈশাখী সে ঝড়
তীব্র দহনে ঘর্মাক্ত রে
বাড়ন্ত তাপ দেখেও অনড়!?
ওরে ও বৈশাখ নতুন বৈশাখ
বলছিরে আজ চুপি চুপি তোরে
ঝরিয়ে সে পাতা দেখ তরুগুলো
চাতকে তাকিয়ে সব কাকভোরে!
ওরে ও বৈশাখ নতুন বৈশাখ
শোননারে তাই আমার সে কথা
কালবৈশাখীতে মেটানারে তৃষা
ঘুচে যাক নারে যতই সে ব্যথা!
ওরে ও বৈশাখ নতুন বৈশাখ
ডাকছে চম্পা চামেলী ও বেল
গন্ধ ছুটিয়ে রসনা মিটিয়ে
কর ধরনীকে মহা উদ্বেল!
ওরে ও বৈশাখ নতুন বৈশাখ
দেখ খালি নদী নালা ও পুকুর
তুইতো পারিস এনেই তো তাকে
করতে পূরণ টইটুম্বুর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন