।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১৩।।
হীরক বন্দ্যোপাধ্যায়
আমি আমার নিজের ছায়াকে দেখে যেদিন
ভেবেছিলাম অন্য কেউ সেদিন থেকেই স্বাভাবিকতার উর্ধে মানুষের কিছু পূর্ণতা থেকে যায় বলে দুঃখের মতন সব বোধ লুপ্ত হয়েছে আমার ও. ...
তবে আমি কে ? কেনোই বা ? তখন প্রধান রাস্তা থেকে নেমে অলিতে গলিতে সমর্পনের অস্থায়ী একটি প্রতিমূর্তি গেঁথে নিয়েছি মনে মনে প্রতি মুহূর্ত্তে
বিষন্নতা কাটিয়ে ওঠো,কে যেন বলল ভেতর থেকে
অম্নি প্রদাহ কমে গেল
বাইরে একটা হু হু হাওয়া এসে
সবকিছু ওলট পালট করে দিয়ে কাঁধে হাত রাখল
উন্মোচিত হল নিমেষে সুখ ,সুখ ...
পাহাড়ে জঙ্গলে সমুদ্রমন্থনে পরাঙ্মুখ ...
আমি নিজের ছায়াকে দেখে যেদিন ভাবলাম অন্য
কেউ, এবার যদি বলি আমায় তুমি ফিরিয়ে নাও
এখন আর আমি পিছন ফিরে তাকাতে চাই না
সামনেও না ...অস্তিত্বের ভেতরে ও বাইরে
নক্ষত্রহীন মেহগনির মতো, স্বপ্নের দরজায়
করাঘাত করতে করতে ক্ষত মুখ থেকে
চুঁইয়ে পড়া আলো এবং আঁধারে আদিগন্তে
সীমাহীন বৈভবে ফের একবার ভরে দাও হে নূতন ...
তুমি কি দেবে অবিনশ্বর ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন