।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৭।।
ফাগুন আগুন গানে
প্রদীপ্ত সামন্ত
কে ধরালো - আগুন রে ভাই !
গাইলো কি কেউ গান ?
বনপলাশীর পদাবলী
প্রেমের উছল বান।
পলাশ অশোক শিমুল ডালে
গাইছে কোকিল কুহু ,
ভেংচি কাটে মাঠের রাখাল
ডাকছে মুহুর্মুহু ।
আম ও নিমে গন্ধে বিভোর
বউল ফাগুন হাওয়ায় ,
আপন মনে গাইছে যে গান
বুড়ি ঠাকুমা দাওয়ায় ।
মধুর খোঁজে প্রজাপতি
ফড়িং ও মৌমাছি ,
সকাল বিকেল ক্ষেতের মাঝে
গাইছে নাচানাচি ।
হৃদয় স্পর্শ করে যাওয়া। খুব সুন্দর।
উত্তরমুছুন