।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৫।।
বসন্ত জাগ্রত দ্বারে
দীপক বন্দ্যোপাধ্যায়
পলাশে-আবিরে রাঙা উৎসবে
চলো এ-বসন্তে কাছে, নয় দূরে ...
হতে পারে যাওয়া রাসের শান্তিপুরে ;
নতুবা কাছের নবদ্বীপ-মায়াপুরে ।
হতে পারে সেটা শাল-মহুয়ার শান্তিনিকেতনে ----
আবিরে রাঙানো বসন্ত-উৎসবে ।
কিংবা যাই দূরের কোথাও...
ঘুরে আসি চলো, ব্রজভূম ওই মথুরা-বৃন্দাবনে !
পলাশে-আবিরে, ফাগের রঙিন নেশায়
প্রকৃতি-মানুষে লীন হয়ে মিলেমিশে
মাতুক না-হয় খেয়ালের বশে ----
বসন্তের এ-মাতাল উৎসবে !
ফাগুয়া-নেশায় রাধারাণী তার মোহন কৃষ্ণ সকাশে
সুধা হয়ে ভোর অমলের পাশে ----
দাঁড়াক না এসে, হেসে-ভালোবেসে,
ফুল ফোটা আজ বসন্ত-উৎসবে ।
চলো যাই, খোয়াই ভরা শান্তিনিকেতনে ----
পলাশ-শিমুল-শালের আমন্ত্রণে !
না পারলে, চলো রাসের শান্তিপুরে ;
নয়তো চৈতন্যভূম নবদ্বীপ-মায়াপুরে ।
আরো দুরে চাও যদি, ব্রজভূম ওই মথুরা-বৃন্দাবনে ----
চলো যাই, চলো কাছে, নয় দূরে ...
বসন্ত আজ জাগ্রত দ্বারে দ্বারে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন