।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৯।।
মা এবং মাতৃভাষা
দুরন্ত বিজলীমা তুমি নেই তবু তুমি জেগে আছ
আমার ঠোঁটে
আমার আনন্দ গান আঁধার জয় করে
এগিয়ে যাবার আলো
খারাপ ভালো চিনে নেবার লিপিমালায়
বর্ণময় জীবন
সব তোমার মমতার আঁচলে উদ্ভাসিত
মাতৃলিপি আমার বাংলা ভাষা
আমি যেমন তোমার কথা ভাবি
ভাষাশহীদ জননীরাও শহীদসন্তানের জন্য
শহীদ বেদীতে ফুল দিয়ে চোখের জলে বুক ভাসায়
আর গর্বিত হয়।
মা তোমার মতো তোমার ভাষাও আমার মা
মাতৃভাষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন