।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৮।।
তোমায় ভালোবাসি
অসিত কুমার রায়
তোমায় ভালোবাসি এবার বাংলায় বলব
কোন বিদেশী ভাষা ধার করে নয়।
তোমায় ভালবাসি বলে যে কবিতা লিখব
সেখানে থাকবে না কোন ধার করা শব্দ।
তোমায় ভালবাসি বলে একটা গান গাইব
সু্র তালের ত্রুটিতে আমায় শুধরে দিও।
তোমায় ভালবাসি বলে একটা ছবি আঁকবো
তুমি আমি সেখানে বাংলায় স্বাক্ষর করবো।
তোমায় ভালবাসি বলে নদীর কাছে যাবো
একটু একটু করে জীবনের পাঠ শিখে নেবো।
তোমায় ভালবাসি বলে মিছিলে হেঁটে যাবো
বাংলা ভাষা বাঁচাতে বজ্রমুঠিতে তুলে ধরব।
তোমায় ভালবাসি বলে বৃষ্টিতে ভিজে যাবো
সেদিনের সেই হারানো সাথীদের স্মরণ করবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন