।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৬।।
দূরে এক ছায়া তুমি
মুজতবা আহমেদ মুরশেদ
বৃক্ষের শরীর বেয়ে নেমে এক শিশিরকালের নদী ঘোর লেগে পড়ে আছে তোমার বাহুর ছায়ার ওপর।
ছায়ারা একসাথে বেহুলার বাসর ঘরে সুর তুলে এক অপরূপ সম্মোহনী পৃথিবীর কথার, মায়ার।
তারপর জোনাকির ছায়ার সাথে গাছের শিশুরাও আকাশে মেলে দেয় ডানা, কোটরে আর লাগে না ভালো।
উড়ে যেতে চঞ্চল মন নিয়ে আর বুঝি হবে না ওদের ফেরা কোটরবাসে, এই একই গৃহকোণে কার লাগে ভালো!
তবুও অমোন বৃক্ষপুত্রদের জলমগ্ন জীবন দেখেনি কেউ কোনোদিন চতুর বজ্রপাতের আলোয়।
প্রাচীন বৃষ্টিতেও যদিও সকলে ডেকেছিল ইশারায় কতবার, তবু কুহেলিকা ভ্রম কাউকে ডাকেনি।
অযুত বৃষ্টির পর সে শুধু চিনেছিল অবুঝ বৃক্ষের হাত ধরে বেহুলার বাসরে নতুন তোমাকে।
তখন লখিন্দরের সাথে হিরণ্ময় স্রোত ধরে চলে গেছ তুমি বহুদূরে, তুমি দূরে এক ছায়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন