লেবেল

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৩।। আমার একুশ — তাপস বৈদ্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৩।।



আমার একুশ

তাপস বৈদ্য 


একুশ মানে একটি শব্দ

জীবনের অধিক

একুশ মানে চোখের তারায় 

স্বপ্নের ঝিকিমিক।


একুশ মানে মায়ের মুখের 

ঘুমপাড়ানি গান

একুশ মানে বুকের গভীরে 

হৃদয়ের কলতান।


একুশ মানে সমষ্টি মনে 

দীপ্ত ঐক‍্যবোধ

একুশ মানে কথা ও গানে 

হৃদয়ের ঋণ শোধ।


একুশ মানে বুকের ভাষায় 

আপনজনে মুগ্ধ

একুশ মানে মায়ের কোল 

অমৃতসম দুগ্ধ।


একুশ মানে জাতীয়তা বোধ 

মাথায় তুলে রাখা

একুশ মানে বাংলা ভুবন 

সুখ-দুঃখ মাখা।


একুশ মানে আমার ভিতর 

আমাকেই খুঁজে পাওয়া

একুশ মানে বিশ্বসভায়

মায়ের গান গাওয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন