।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১৪।।
আ-মরি বাংলা ভাষা
জয়শ্রী সরকার
কোন্ ভাষাতে গাইবো মাগো দেশপ্রেমের গান ?
মুখের ভাষা, বুকের ব্যথা বাংলা আমার প্রাণ!
মনের খুশিতে বলে যাও আজ ভিন্ দেশী যত বুলি
প্রাণের গভীরে নাড়া দিয়ে বলো, বাংলাটা যেন না ভুলি!
এই বাংলায় জগৎসভায় শ্রেষ্ঠ আসনে রবি
এই ভাষাতেই জীবনানন্দ এঁকেছেন কত ছবি!
এপার-ওপার আজও বেঁচে আছে বিভেদের রেখা ভুলে,
বাধাগুলো সব ম্লান হয়ে গেছে রবীন্দ্র-নজরুলে!
একুশের নামে বঞ্চনা নয়, প্রাণ -মন ঢেলে দিও
বাকি সব ভাষা শেখার পরেও বাংলাকে বুকে নিও!
শহীদুল্লাহর কবিতা আমায় শিখিয়েছে ভালোবাসতে
এই ভাষাতেই মরণ-বাঁচন শিখেছি আমি তো হাসতে!
চেনা মুখগুলো জ্বলজ্বল করে ভাষা শহিদের শোণিতে
গভীর মননে ধ্যান করি আমি একুশের শুভ ধ্বনিতে!
ঠিকানা আকাশ, চিঠি লিখি আমি ভাষা শহিদের নামে
ঘুমাও তোমরা শান্তিতে সব শুভকামনার খামে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন