।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১৯।।
রক্ত দাও
দেবপ্রসাদ জানা
হে দুরন্ত ঘোড়া ছুটে চলো, ছুটে চলো-
জনপ্লাবনে গ্রাম থেকে নগরে-
অধিকার বুঝে নিতে।
উত্তপ্ত হাতের চাপে গুঁড়িয়ে দাও
বন্দুকের নল।
"আমাকে রক্ত দাও,আমি স্বাধীনতা দেবো"
যুগ চেতনার সেই পরম পাওয়া-
মরণে মেলেনি ছুটি।
কেঁপে কেঁপে ওঠেছে শত্রু।
আওয়াজ তুলেছো শহীদ সাথী স্পর্শে।
ওরা নির্ভীক ওরা দুর্দম, ভয় ভীতি টেনে ছিঁড়ে,
মুখোশ খুলেছ দুর্নীতির।
দৃপ্ত স্লোগানে রাজপথে শিক্ষার অধিকার -
চেয়েছো তুমি।
শিকল ভাঙার মন্ত্রে গেয়েছো
স্বাধীনতার গান।
চেতনায় শান দিয়েছ বিপ্লবের প্রস্তরে।
ঐ রক্ত নিশানের প্রহরীরা জেগেছে, তোমার হাতের স্পর্শে জেগেছে দেশ।
ইস্পাতে বর্ম ঢাকা তোমার বুক।
অগ্নিগর্ভ বীজ ছিল সঞ্চিত।
তা জ্বলে রক্তে, জ্বলে কর্মে-
বিদ্যুৎ রোপণ করেছিলে অলক্ষ্যে
ক্ষয়িষ্ণু দেহে প্রতি কোষে কোষে।
তুমি যে শাপভ্রষ্ট দেবতাত্মা খণ্ডিত জ্যোতিষ্ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন