।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৫।।
চৈতন্য দাশ-এর কবিতা
১.
নতুন করে
আবার এসেছে নেমে যত
অনিয়মের কালো
নিয়মের আলো আজ নিভু নিভু
সৎ ও সত্যের সলতে রাখার আজ
প্রদীপ মেলে না
সব প্রদীপ-আধারে জায়গা করে নিয়েছে
‘মিথ্যামেব জয়তে’র তৈল
এ তৈল প্রদীপের সলতেকে
যতই জ্বালানোর চেষ্টা করুক না কেন
মিথ্যে-আবহে শিখা তার নিভু নিভু
প্রভু যিশু দেখুন, জিরো থেকে শুরু হয়ে
আবার সব জিরোতেই বিলীনের পথে
আমার আবেদন— প্রভু, আবার শুরু করুন
নতুন করে
২.
ভয় হয় প্রভু
আগামীতে সূর্য সত্যি সত্যি পূর্বদিকে উঠে
পশ্চিমে অস্ত যাবে কিনা—-ভয় হয় প্রভু!
আজ উত্তর দক্ষিণ পুব পশ্চিম…ডাইনে বামে
সবদিকে উলটপুরাণ
সৎ সত্য বিবেক মনুষ্যত্ব
সব যেন সেকেলে!
এসব শব্দের উচ্চারণে এখন যেন বোকা বোকা
আবেদন
মেকি মেকি অভিব্যক্তি কেউ আমল দেয় না
সোজা পথ আজকাল পথিককেও টানে না
উল্টো পথে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে
তাইতো আবারো তোমাকে চাই প্রভু
সোজা পথের সন্ধান দিতে,.
এসো প্রভু—-বড্ড ভয়…

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন