লেবেল

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

।। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৪।। বড়োদিন — হামিদুল ইসলাম।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ৪।। 



বড়োদিন

হামিদুল ইসলাম
                               

পৃথিবীতে যখন অন‍্যায় অত‍্যাচার নেমে আসে 
নেমে আসে নিকষ অন্ধকার 
তখন আলোর মশাল হাতে নিয়ে 
আঁধার রাস্তায় এসে দাঁড়ায় কোনো এক আলোর পথিকৃৎ।

যিশু সেই আলোর মশাল 
আলোক বর্তিকা 
তিনি মানুষের মুক্তির পরিত্রাতা 
তিনি পৃথিবীর অব‍্যক্ত যন্ত্রণার পাণ্ডুলিপি ভাসিয়ে দেন ক্ষীর সমুদ্রে।

তিনি ঈশ্বর পুত্র 
ঐশ্বরিক ভাবনা তাঁর অস্থি মজ্জায় 
তিনি ধ্রুবলোকের শ্বাশত কাণ্ডারী 
অগোছালো আলোছায়ায় গোছালো আলোর জোনাক।

ঈশ্বর অনুসরণের পথ কী হবে 
তা নিয়ে বিতর্ক তাঁর নির্মম যিহুদিদের সাথে 
বিচারে সাজা তাঁর 
বিষাক্ত ক্রুশে ক্রুশে মৃত‍্যু বরণ।

নিভে যায় বাতিঘর 
এক অদৃশ‍্য অন্ধকার ঘিরে ফেলে প্রাচীন শহর 
তবু ফিরে ফিরে আসে বড়োদিন 
পঁচিশে ডিসেম্বর। তাঁর জন্মদিন উৎসব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন