।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৫।।
রজত চন্দ্ এর কবিতা
১.
শব্দ
অশেষ অসংখ্য অক্ষরে সুতোর মতো সরু সুক্ষ স্নায়ু তোমার বাইরের পেশিগুলো
দৃষ্টির বাস্তব চৈত্রের দহনের বর্ণহীনকে
পেছনে রেখে তুমি এগিয়ে আমাকে তোমার চোখের ইঙ্গিতের ভাষায় বুঝিয়ে দিলে
শরীরের চামড়া ও হাড়ের ফারাকের ব্যর্থতা
বুঝতে দাওনি। শুধু প্রশ্ন শ্যাওলা ময় গতর আজ নশ্বর হলো কি করে!
২.
স্মৃতি
তোমার অনন্ত নিশ্বাস যদি পাই অনন্তকাল ধরে সেখানে লুকিয়ে থাকবে অনন্ত
প্রেম, সেই প্রেম কৃষ্ণের থেকেও অনন্ত গভীর।
অসীম কাল আমার হৃদয়ে, আমার বুকে লেগে থাকবে তোমার তরকারির আভাস।
ছোটবেলার ধাপসা খেলা ,গল্পের বইয়ের
উপর সাপের মতন তীক্ষ্ণ নজর, শহরের লোকাল বাসে তোমার স্কুল যাওয়ার পথে
সময় কাটানো ,স্কুলের টিফিন সময়ের
সময় গুলোকে আজ আমার শরীরের শিরায় অনন্ত মনে ঘুমিয়ে আছে একদিন অনিতা
সেলুনে চুল কাটতে কাটতে ভাবছি
নিলাম হোটেলে আমরা লাঞ্চ করব হয়েছে আমাদের লাঞ্চ তা আমার অনন্ত স্মৃতি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন