
।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৪।।
ক্রিসমাস
শান্তনু ঘোষ
লোহা দিয়ে বানানো পেরেক
আমাদের কারো না কারো কাজে আসে,
পেরেকের কথা মনে হতে আমার
মনে পড়ে ক্রুশ বিদ্ধ যীশুর কথা,
মা মেরির কোল আলো করে
যে শিশুটি জন্মেছিল জেরুজালেমের বেথেলহেমে ।
আমাদের ভারতবর্ষে জব চার্নক প্রথম চালু করেছিলেন এই ক্রিসমাস, শোনা যায়।
যীশু শব্দের অর্থ_
আলো,কল্যাণ, মুক্তি
২৫ শে ডিসেম্বর থেকে উত্তর
গোলার্ধে দিন বড় হওয়া শুরু হয়,
মানে সূর্য দেবতা দীর্ঘক্ষণ প্রজ্বলিত থাকেন
আর আলো বেশি পাওয়ার প্রথম দিনটি
২৫ শে ডিসেম্বর, যিশুখ্রিস্টের জন্মদিন,
পালিত হয় ক্রিসমাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন