।।আলোর উৎসব--৯।।
আলো ফোটে আত্মার দালানে
বিকাশ চন্দ
এই দেখো কেমন আগুন ফুলের আলো ফুটেছে
আগুন জ্বলার গোপন কাহিনী আজও পোড়েনি তাই
শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে উল্কি আঁকো হে তুমি
সকল ছবির ভেতর নীরব অঘ্রাণ ঝরে রাতের জোছনায়
শীতের নরম আলো জড়িয়ে অনিন্দ্য আবহ
কেউ কেউ মৃদু হাসে আলো ছায়ায় তাপের প্রবাহে
অগ্নি শাবক জোনকি নক্ষত্র বোঝ অঘ্রানের রাতে
সকল মায়ায় শ্বেত অপরাজিতা শিউলি ঝরে
গাছে পাতায় শরীরী ভাঁজে লুকোনো জীবন ব্রত কথা
সকল বিষ্ময়ে সচকিত কথারা পাঁপড়ি মুঠো মুঠো
অকথারা বাঙ্ময় হয়ে ওঠে ধরে রাখি একটা দু'টো
বেঁধে রাখি নিজেকে যত ভিজিয়ে দেয় জলের জলবায়ু
চোখের সামনে নেচেছিল সকল আলো আনন্দময়ী
ছন্দে ছন্দে মিলে মিশে ম্লান হয় মানুষের সৃষ্টি কথা
দেখেছো কি অনন্ত গর্ভে কালোর ভেতর শাদা আলো কুঁড়ি
শরীরী বাগানে চিরকাল আলো ফোটে আত্মার দালানে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন