।।আলোর উৎসব--৮।।
অমিত কাশ্যপ-এর কবিতা
১.
আলোর আনন্দ
সেজে উঠত যেমন বিজয়ার দিনটি
রাঙা অপরাহ্ন আস্তে আস্তে সন্ধ্যায় মোড় নিত
কত মানুষ কত স্বজন কত আত্মীয়
মানুষে মানুষে গৃহ হত আলো
কত কথার মাঝে রাত ফুরিয়ে একাদশী
ম্লান
বাবা সড়কে মুখরিত শহরের পথে
আমরা গুছিয়ে উঠতাম নিজের মতো
দীপাবলিতে বাবা আসবেন আতসবাজির রোশনাই নিয়ে
বিদেহী আত্মাদের প্রদীপ দেখিয়ে
সেজে উঠবে চৌকাঠ থেকে কুলুঙ্গি
আলোর আনন্দ
২.
আলোর হাট
শহর যখন জেঁকে বসল ফ্ল্যাট কালচারে
সেজে উঠল টুনি গল্পের মেজাজে
নিবে নিবে জ্বলে ওঠা, জ্বলে থেকে নিবে যাওয়া
কত কারিকুরি আর রঙের মেলা
বারান্দা ছাদ গ্রিলের ফাঁকে ফাঁকে
অগোছালো আলোর বাহার
আলোর হাট খুলে যেত পাড়ার এ মাথা ও মাথা
নবীনচন্দ্র থেকে দাশরথি খুড়োর দোকান
কলার ভেলায় ভেসে যেত অলক্ষ্মী বিদায়, দীপান্বিতা
আলোর উৎসব বলতে জ্যোতির্ময় শোভা
অন্ধকারের সঙ্গে মনের কালি, সারদা মা বলছেন
মনের কালি না ঘুচলে ঈশ্বর লাভ হয় না

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন