লেবেল

সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--২৯।। আলোর উৎসব — অশোক ব্যানার্জী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




।।আলোর উৎসব--২৯।। 




আলোর উৎসব

অশোক ব‌্যানার্জী


ভূবন ভরা আলোর রোশনাই

তবুও আলো থেকেও তো নেই

সবার হৃদয় মাঝে !

কিছুটা আলো, কিছুটা আঁধার

কিছু বা দ্বিধা, দ্বন্দ আবার,

অনুজ্জ্বল সেই তেজে

কখনো আলো দীপ্তি হারায়

মনের কোণে তে আঁধার নামায়

সে আলোর কি বা কাজ ?

আলো আঁধারের মাঝেতে পড়ে

কিছুটা ভুল, কিছু ঠিক করে

না বোঝাটাই বুঝি লাজ !

জ্বলুক আলো রোশনাই হয়ে

দু'চোখে জ্বলুক, জ্বলুক হৃদয়ে

আঁধার যাক না সরে,

সবার জীবনে, সবার মনে

এই বিশ্বের প্রতিটি কোণে

আলোয় উঠুক ভ'রে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন