।।আলোর উৎসব--২৮।।
বিনীত আলোর দিকে
খুকু ভূঞ্যা
১.
তুমি মেঘ নিয়ে ফিরে যাও অন্ধকার
বুকের ভেতর আলোর জন্ম দিতে যতগুলো কাঠ পোড়ানোর দরকার পোড়াব
তারপর আমার অস্তিত্ব ছাই হয়ে গেলে দেখবে
ভেঙে গেছে সূর্যের ঘুম
যেমন শিশুগাছে কুঁড়ি আসে
মায়ের স্তনধরা হাত ছুঁয়ে থাকে নতুন জীবন
আমাকে এবার রাহুমুক্ত হতে দাও
২.
জোসনা বৃষ্টি হচ্ছে সারারাত
আমাকে আটকে রেখো না ঘর
ক্ষতগুলো ধুয়ে ফেলতে হবে
খাদ খাদ ছায়ার ত্বকে লিখতে হবে আরোগ্য,ভোর
অন্ধকার গুলে গেলে রক্তের ভেতর
তুমি ফেরাতে পারবে না তুলসী তলায়
সমূলে ভিজতে দাও
অবগাহন হোক অথৈ জোসনায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন