।।আলোর উৎসব--১৯।।
আলোর উৎসব
সোমা চক্রবর্তী
দক্ষিণায়ন এর পথে হেঁটে চলা সূর্য'টা, অস্ত গেলো দিগন্তে
একেএকে " নক্ষত্র মণ্ডলী " উঁকি মারে, রাতের আকাশে
নীহারিকা পুঞ্জের অববাহিকা ভেসে আসে
সুদূর পৃথিবীতে
এই মাটিতেই, আমার " আকাশ-প্রদীপ " জ্বালিয়ে
আমন্ত্রণ জানানো
তাদের উদ্দেশ্যে
" আলোর উৎসব "এ জাগছে পৃথিবী
রোশনাই চারিদিকে
আলোরাভরনে সেজেছে ধরিত্রী
আমি, পথ দেখাই " আকাশ-প্রদীপ জ্বেলে "
এসো এসো, আমার পূর্বপুরুষ
তোমাদের ফেলে যাওয়া ঘর-বাড়ি, উত্তরসূরীদের কাছে
পথে পথে আলোর নিশানা
পথ চিনে ফিরে এসো
উৎসবে সামিল হতে
আলোয় সাজানো পথ মসৃণ করে দিলাম
" আলোর উৎসব "এ, তোমাদের সুস্বাগতম!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন