লেবেল

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

আলোর উৎসব--১৮।। আশ্চর্য মনে হয় — বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।।আলোর উৎসব--১৮।। 


আশ্চর্য মনে হয়

বিকাশরঞ্জন হালদার 

আলোর দীপনে ফিরে পাওয়া অন্ধকার আমার বড় আশ্চর্য মনে হয়!
মনে হয়, যেন এক বার্তাবহ 'আকাশপ্রদীপ'!

সুর ভাসে দেওয়ালি'র

আলো-অন্ধকারের অভিষঙ্গে ডেকে আনে, অলোকিত কাল!

সাঁকো নড়ে ওঠে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন