উন্মুক্ত কবিতা -২২
সহজ পাঠ
ভবানীশংকর চক্রবর্তী
ভাবতে ভাবতে যতিচিহ্ন
এবার সহজ পাঠে এসো
তোমার পায়ের পাতার সীমারেখা জুড়ে রক্তাভা সহজ পাঠের সঙ্গে মিলে যায় বেশ
বিষ্ণু দে"র কবিতার মতো দুর্বোধ্যতা বেজে ওঠে বুকের ভেতরে কোথাও
যৌনতাসর্বস্ব জীবনের অন্ধসন্ধিতে দগদগে ঘা
শুশ্রুষার আবেদনে সে বড়ো করুণ
ভাবনার যতিচিহ্ন ব্যাকরণ মানেনি বলে তাকেও কি সমুদ্দুর আখ্যা দেবে বলো?
বাদ দাও
ফেলে দাও ওসব শতচ্ছিন্ন পুরোনো জামাকাপড়ের মতো
আদিগন্ত আকাশ থেকে শিশিরের মতো নেমে আসছে শান্তি
মাথা পেতে নাও
শুনতে চাইনি ওই অসার কলহ
অতি ধীর অনুচ্চ কথোপকথনে যে মগ্নতা
সেখানে চিৎকার বেমানান
রমণী শরীর নয় শুধু
তরল প্রবাহও নয়
পৌরুষ যাকে বলো
সে আসলে ভালোবাসামুদ্রার ওপিঠ
চিরায়ত মানবমানবীর বেঁধে বেঁধে থাকা যুগ থেকে যুগান্তরে যতিচিহ্নহীন
এসো ফুলেশ্বরি বসো এই ঘাসে
এখানে সহজ পাঠ

বাহ্! চমৎকার একটি কবিতা। খুব সুন্দর।
উত্তরমুছুন