লেবেল

শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -২১।। উৎসব — বিশ্বজিৎ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতা -২১



উৎসব  

 বিশ্বজিৎ রায় 


আজ শুধু এগিয়ে যাওয়ার কথা বলব

অন্ধকার সুরঙ্গের ভেতর আলো ফেলে নতুনকে আবিস্কারের কথা বলব,

অজেয়কে জয় করে ফিরে আসার কথা বলব …


এতদিন যারা সাদা ভাতের স্বপ্ন দেখেছে  

তাদের স্বপ্ন সত্যি করার কথা বলব,

একটা নতুন  পোশাকের জন্য যারা দিন গুনেছে এতকাল

তাদের হাতে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কথা বলব,

নষ্ট প্রেমের অভিঘাতে যাদের হৃদয় পাথর হয়ে গেছে,

তাদের হৃদয়ে নতুন করে ফুলগাছ বসানোর কথা বলব…


এভাবেই এবছর উৎসব উদযাপন করব আমরা,

রঙিন আলো জ্বলে উঠবে, আনন্দগান বেজে উঠবে চারদিকে …

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন