লেবেল

রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -১৬।। অর্ণব মিত্র-এর কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





উন্মুক্ত কবিতা -১৬



অর্ণব মিত্র-এর কবিতা 


১.

সেই সব বৃষ্টিসন্ধ্যা


আবার বৃষ্টি আসছে, রাত্রির অন্ধকারে

রেল- কোয়ার্টার ও লালমাটির পথ ধরে।

এখনো দাঁড়িয়ে আছে সেই বৃষ্টিভেজা স্কুল বাড়ি।

আর সেই খড়ের চালের চা-দোকান।

 

সেদিন গৌরব কে দেখলাম, জনতা মার্কেটে

বৃষ্টি থামার পর,ঝলমলে সন্ধ্যার আলোয়-সাথে বউ ও মেয়ে।

গৌরবের মেয়ে কত বড় হয়ে গেছে,

সংসারী হয়েছে গৌরব।

 

মনে পড়ে কুড়ি বছর আগে

এমনই এক বৃষ্টিসন্ধ্যায়, চা-দোকানের আড্ডায়

গৌরব বলেছিল ‘ চল -আজ আর বাড়ি যাবনা

            সাইকেল নিয়ে

            রেল-কোয়ার্টার-এর গলিতে ঘুরব

            আর

            বৃষ্টি শেষে চাঁদ উঠলে পর

            সারারাত

            সংঘশ্রীর মাঠে শুয়ে থাকব’। 

        

২. 
সেই বাড়ি

 ভ্যান গঘের আঁকা ছবি ‘তারা ভরা আকাশে’-র মত

          আজ রাত কাটাব এই অচেনা বাড়ির ছাদে।

          দেখব বৃষ্টির পর, লাল মাটির বুকে গজিয়ে ওঠা সবুজ ঘাস

          গলির মধ্যে দিয়ে চলে গেছে যে পথ তার দু’ধারে।

 

          একটু পরে দিগন্তজুড়ে জ্বলে উঠবে ইলেকট্রিক বাতি।

          চোখ সরে আসে নিচে-                          

          দেখি বাড়িঘর, ছাদের মাথায় এসে পড়েছে শেষ সূর্যের আলো।

          ফিরে আসে বারবার যখন সেই সেপ্টেম্বর মাস

          এই ছাদে, তারা ভরা আকাশের তলায় বসে থাকি।

         

          দূরে চলে গেছে পথ রেল-কোয়ার্টারের ওধারে

          এই সিঁড়ি কত পুরনো আর এই গেট!

          বাইরে ছাদজুড়ে বৃষ্টি হবে যখন ,

          বসে থাকব এই নির্জন চিলেকোঠায়

          রেলশহরের গলিতে, এই পুরনো বাড়িতে।

 

         

          ছাদটা খুব প্রিয় –

          এটা কার বাড়ি ! ভাঙা গেটের পাশে

          বাড়িওয়ালার নাম কি লেখা আছে নাম ফলকে !




৩.
বৃষ্টিসকাল


রোদ এসে পড়েছে বারান্দায়

জানলা ধারে বসে আছি  ,

দেখি -জবা,শিউলিঅপরাজিতা ভিজছে  সারারাত।

 

কাল সন্ধ্যে থেকে 

শুনেছি শুধু বৃষ্টির শব্দ

বৃষ্টির মাঝে মাঝে ভেসে এসেছে   

কবেকার শোনা এক হিন্দি গান

তারপর রাতজুড়ে বৃষ্টির সাথে  

অন্ধকার দুঃসহ স্বপ্নের পর

আজ এই সকালে-

মন আস্তে আস্তে আলো আসছে।

 

আজ ভোরের আলোয়   ভেসে যাচ্ছে

বৃষ্টিভেজা লাল মাটি, পুকুর ,

হাওয়ায় ভাসছে ধানজমি

আর

সূর্যের আলোয় ধুয়ে যাচ্ছে কাল রাতের

বৃষ্টিস্বপ্ন





৪.

বৃষ্টিস্বপ্ন 

স্বপ্নের ভিতর দেখি একটা নির্জন স্টেশনে বসে আছি।

বৃষ্টি পড়ে চলেছে।

স্টেশনের পাশে সবুজ ধানক্ষেত ও দূরে দেখা যায় গ্রাম।

দূরে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে।

বৃষ্টির শব্দ ও  এই স্টেশনের শূন্যতার মধ্যে বসে আছি একটি শেডের তলায়।

মনে হয় যেন কবে থেকে বসে আছি।

বৃষ্টিও হয়ে চলেছে বহুদিন ধরে।

এই নির্জন ষ্টেশনে কি কোনও ট্রেন আসে না !।

অনেকক্ষণ বাদে একটা বৃষ্টি ভেজা ট্রেন এল। কয়েকজন লোক ও মহিলা নামল।

এখানে কেউ চেনে না আমায়। তারা ধীরে ধীরে গ্রামের দিকে চলে গেল ধান ক্ষেতের আল ধরে।

আমি কেন এই স্টেশনে বসে আছি!। আমার কি কোন ঘর নেই!। অঝোর বৃষ্টির মধ্যে শুধু বসে আছি শহর থেকে দূরে এই নির্জন ষ্টেশনে। 

গভীর রাত এখন।

আর আমি স্বপ্নের ভিতর বৃষ্টির দিনে একটা স্টেশনে বসে আছি সেই কবে থেকে । কোথাও যাব বলেও ভাবিনি।

শুধু সারাদিন ধানক্ষেত, পুকুর, গ্রাম দিয়ে ঘেরা এই নির্জন ষ্টেশনে বসে বৃষ্টির মধ্যে ট্রেনের আসা যাওয়া দেখছি। 

1 টি মন্তব্য: