লেবেল

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -১৭ ।। সারা গায়ে ক্লোরোফিল মেখে — অশোককুমার লাটুয়া ( সেলুকাস)।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





উন্মুক্ত কবিতা -১৭



সারা গায়ে ক্লোরোফিল মেখে 

 অশোককুমার লাটুয়া ( সেলুকাস ) 


কাশফুলে জ্যোৎস্না পেতেছে হলুদ বিছানা। 

শিউলিতে চাঁদছোঁয়া লেখা আছে সুগন্ধী প্রেমের ঠিকানা। 

জানালাখোলা আগমনী বাতাস মিহি সুরে হিমহিম গান গায়। 

রজনীগন্ধায় তাহার রুমাল 

হাসনুহানায় মুখ। 

ছাদের আকাশ নীল শুভেচ্ছায় আঁকা তাহারই দুটি চোখ। 

মৌমাছি মন খুঁজে পেতে চায় 

হৃদয়ের মাঠে চিত্রনাট্যে 

প্রথম চুমুর চিলেকোঠা। 

যারা জানে তারা ঠিক গল্প খুঁজে পায় 

সন্তর্পণে দরজা খুলে ফেলে। 


শিশির ধোয়া মাটিতে তাহার 

আলতা পরা উপস্থিতি 

কামনার আলপনা আঁকে। 

উড়ন্ত বলাকা নদীর বাঁকে 

তাকে চোখে চোখে রাখে। 


সারা গায়ে ক্লোরোফিল মেখে 

তাহারই জন্যে 

একপৃথিবী কবিতা লিখতে লিখতে 

নদীর কাছে গিয়ে দাঁড়ালে 

তাহার কথা স্পষ্ট মনে পড়ে। 

আমার নামটা -- থাকনা, সেসব কথা পরে হবে। সে আর অন্য কেউ তো না

তাহার নামটি অঞ্জনা। 



1 টি মন্তব্য: