শরতের আগমন —৩
পুজো পুজো গন্ধ
বিদ্যুৎ মিশ্র
নদীর ধারে হাত বাড়িয়ে
ডাকছে আমায় কাশ
বলছে যেন শরৎ এল
একটু দেখে যাস।
কেমন করে শিউলি ঝরে
ভোরের বেলা ভাই
গন্ধে বিভোর সারা উঠোন
তুলনা তার নাই।
নীল আকাশে মেঘের সারি
যাচ্ছে ভেসে একা
কাশের বনে দোলা লাগে
গেলেই পাবি দেখা।
রূপের ছটায় মন ভরে যায়
দারুণ লাগে ছন্দ
শরৎ এলো তাইতো বুঝি
পুজো পুজো গন্ধ।
নদীর ধারে হাত বাড়িয়ে
ডাকছে আমায় কাশ
বলছে যেন শরৎ এল
একটু দেখে যাস।
কেমন করে শিউলি ঝরে
ভোরের বেলা ভাই
গন্ধে বিভোর সারা উঠোন
তুলনা তার নাই।
নীল আকাশে মেঘের সারি
যাচ্ছে ভেসে একা
কাশের বনে দোলা লাগে
গেলেই পাবি দেখা।
রূপের ছটায় মন ভরে যায়
দারুণ লাগে ছন্দ
শরৎ এলো তাইতো বুঝি
পুজো পুজো গন্ধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন