শরতের আগমন -১৭
জাগরণ
দীপক বেরা
প্রবাহিত রক্তের ভিতর মাথা চাড়া দেয়
হিংসা-বিদ্বেষ, কূটনীতি, রাজনীতি, লোভ
চেতনাশূন্য হতে হতে
লোভী হাতটা ক্রমশ নিচে নামে
দুর্নীতির একেবারে আঁতুড়ঘরে ঢুকে যায়
রাত্রির বুক চিরে অচেনা অন্ধকার নেমে আসে
গান্ধর্ব জীবন নিয়ে বয়ে যাচ্ছে সময়ের চিহ্ন
দৃশ্যপট থেকে সরে যায় নিষ্ক্রান্ত জীবনের পথরেখা..
তবু অন্ধকার চিরে কীভাবে যেন ঠিক শরৎকাল আসে
ভোরের শিউলিঝরা উঠোনে মুঠোভরা স্মৃতিসুখ
হারানো শৈশবের দুর্গাদালানে আবার বাঁশ, খড়, মাটি
এভাবেই প্রতিটি শরতে চলে এক পুনর্নির্মাণ
মৃন্ময়ী অবয়বের ভিতর চিন্ময়ী মায়ের অন্বেষণ
অধিষ্ঠাত্রী মায়ের আমাদের ভিতর ঘরে বসত
চিন্তার প্রকোষ্ঠে তাই ঐশী চেতনার মৃদু নেভা-জ্বলা
মনের অন্ধকারে জমে ওঠা নিদ্রার ভিতর থেকে
উঠে আসে শরতের এক আশ্চর্য দিব্য জাগরণ!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন