লেবেল

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —১১ ।। শরতের আগমনে — গোবিন্দ মোদক।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —১১


শরতের আগমনে

গোবিন্দ মোদক

 

শরতের আগমনে নীল-নীলাকাশ 

নদীর দু’ধারে কাশ মলয় বাতাস। 

খাল বিল ভরো ভরো শাপলা শালুকে 

ভেসে যায় পেঁজা মেঘ মেঘের তালুকে। 

টইটম্বুর দিঘি জল পদ্ম-কলি ফোটে 

মধুর লোভেতে যতো অলি এসে জোটে। 

ভোরে ঝরা শিউলির আহা শোভা কত 

ঘাসে ঘাসে শিশিরটা ঝরে অবিরত। 

সকালের সোনা রোদে মুক্তোপ্রভা জাগে 

সূর্য কিরণ দেয় — নবারুণ রাগে। 

স্থলপদ্ম ফুটে ওঠে অপরূপ শোভা 

হাজার টগর ফোটে, ফুটে ওঠে জবা। 

বুড়ি বোষ্টমী গায় — আগমনী গান 

সরোবরে রাজহাঁস সুখে করে স্নান। 

প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পীপাড়া 

পুজো পুজো আমেজেতে মনে জাগে সাড়া।

প্রবাসীরা ঘরে ফেরে শোরগোল কতো 

নতুন পোশাকে মাতে খোকা-খুকু যতো। 

তাক্কু নাকুড় বাজে — ঢুলিদের ঢাক —

আসছে মা বছর পরে সুখে সবাই থাক॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন