লেবেল

সোমবার, ৭ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা-৮।। স্বাধীনতার ছবি — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বাধীনতা বিষয়ক কবিতা-৮



স্বাধীনতার ছবি

অমিত কাশ‍্যপ


কাশীনাথ মল্লিক, বিস্মৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা 

তখন সবে জন্মেছেন, তখন পরাধীন ভারত 

একটু করে বড় হচ্ছেন, রক্তাক্ত চারিদিক

বাবা-কাকারা বাড়ির বাইরে, পালিয়ে থাকেন 


মা-কাকিমা চিন্তায় থাকেন, দাদু-ঠাকুমাও

সে এক অদ্ভুত অস্থির অবস্থা 

ভয়, ভাবনা, আত্মত্যাগের  করুণ কাহিনি 

চিত্রগুলো ভাসিয়ে ভাসিয়ে বলতে থাকেন 


কাশীনাথবাবু কিছুদিন আগেও পনেরোই আগষ্টে

পতাকা তুলেছেন, মালা দিয়েছেন শহিদের গলায়

এখন আর পারেন না, কোথাও যানও না 

সেই পনেরোই আগষ্টের সুর কেটে গেছে 


দুঃখ পান, বিমর্ষ হন, কেমন দিন দেখতে হচ্ছে 

উচ্চস্বরে মাইক বাজিয়ে স্বাধীনতা দিবস

ছুটি ছুটি দিন, যেন উৎসব লেগেছে 

অজস্র আত্মবলিদানের এই পরিণতি 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন