লেবেল

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —২৯ ।। সীমানা — তন্দ্রা ভট্টাচার্য্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





স্বাধীনতা বিষয়ক কবিতা —২৯


সীমানা  

তন্দ্রা ভট্টাচার্য্য 


সীমানা বুঝিনা জানিনা কোনো মানচিত্র আঁকতে।
আমার চোখের জলের দাম
আমার  রক্তে লেখা নাম
ছুটে আসি হাজার মাইল পার করে
 আরামে ঘুমোই, পরম তৃপ্তিতে জাগি 
আবেগে কাঁদি, আমার ভরসার ছাদ।
শীতল পাটি বিছিয়ে, পরমান্নের আস্বাদ।
কে বা আছে মা ছাড়া?
স্বদেশের কাছে আমি বল্গা হারা 
মাটি খুঁড়ে অঙ্কুর এখানেই অরণ‍্য হয় 
সদ‍্য ভূমিষ্ঠ শিশুর মেরুদণ্ড আপন দেশেই 
ঋজুরেখ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন