স্বাধীনতা বিষয়ক কবিতা —২৬
স্বাধীনতা
অশোক ব্যানার্জী
স্বাধীন হয়েছে ভারতবাসীরা
দীর্ঘ পরাধীনতার পরে
তিনশো বছর পরাধীন থেকে
মেরুদণ্ড গেছে নড়ে ।
আমরা যখন স্বাধীন হলাম
বেঁকে গেছে মেরুদণ্ড
আবার আমরা পরাধীন হলাম
এদেশেরই কিছু ভণ্ড
রাজনীতিবিদ শোষন করছে,
আবার পরাধীন,
প্রতিবাদ করতেও ভুলেছি আমরা
মেরুদণ্ডহীন !
কোথায় তবে স্বাধীনতা ?
এ কোন স্বরাজ পেলাম ?
তখনো আমরা পরাধীন ছিলাম
এখনও রয়ে গেলাম ।
আর নয় এই শোষণ
মেরুদণ্ড সোজা করে নিয়ে
এবার এগিয়ে যাওয়া
এগিয়ে চলা ঐক্যবদ্ধ হয়ে ।
দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে মনে
গনতন্ত্রের প্রকৃত সঙ্গা মেনে
দুর্নীতি যত উপড়ে ফেলে দিয়ে
প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র এই খানে ।
স্বাধীন চিত্ত স্বাধীন মনের কথা
অপব্যবহার স্বাধীনতার না করে
জানাতে পারি যেন আমার মত,
এই ভারতের আমিওতো একজন
নাগরিক, স্বাধীন এবং সৎ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন