স্বাধীনতা বিষয়ক কবিতা —১
১৯৪৭
তামস চক্রবর্তী
পায়ের জিঞ্জির খোলার শব্দে
হাত দুটো উঠে এলো প্রনামের ভঙ্গিমায়
শেকল খুলে
অভিবাদন জানালাম তেরঙা পতাকায়।
লক্ষ শহীদের রক্ত মূল্যে কেনা স্বাধিনতা।
মাটি স্বাধীন হলো
মানচিত্র স্বাধীন হলো, স্বাধীন হলো দেশ।
কিন্তু মানুষ ?
মানুষ স্বাধীনতা পেলো না ।
পা থেকে জিঞ্জির উঠলো গলায়
পেঁচিয়ে ধরলো রাজনীতি।
কন্ঠ রুদ্ধ হলো লক্ষ জনতার ।
লালসার লোলুপ জিহ্বায় ক্ষমতার ক্ষুধা ।
উন্মত্ত হায়নার তীক্ষ্ণ থাবার নীচে
স্বাধীনতার নামাবলী গায়ে
মিছিলে হাঁটছে শত শহীদের বংশধর ।
উত্তোলিত হাত মুঠো করে চিৎকার করলাম
আমরা স্বাধীন।
গলার পেঁচানো জিঞ্জির শক্ত হলো
শব্দ বের হলো না।
আমরা বন্দি হলাম নেতাদের হাতবাক্সে।
স্বাধীনতার বর্ণপরিচয় পড়া হয়নি এখনো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন