রম্য কবিতা -১৫
মজাড়ু
অমিত কাশ্যপ
আম পাড়ি, জাম পাড়ি
পাড়ে ডিম ঘোড়াতে
পাড়ি দেয় খোকামামা
জম্মু থেকে কুয়েতে
কি আর হবে ভেবে সব
বেঁচে আছি বেশ তো
ঝালমুড়ি খেতে খেতে
ডালমুট বেচতো
হাজার হাজার কথা
রাখহরি বলতো
গুলের পাহাড় সব
লোকে সবে জানতো
এই সব নিয়ে আমি
বেশ আছি মজাতে
তোমরা পারলে এসো
উপেনের গলিতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন