রম্য কবিতা —১৪
ভার বহনের চতুর্দশপদী
দীপক বন্দ্যোপাধ্যায়
তোমার হাতে সঁপতে চাই যে, তুমি কি নেবে দায় ?
দারুণ আমার ব্যস্ততা, ভার বইতে নিরুপায় ।
জানি তুমিও কাজের মানুষ, সময় হাতে কম ;
ভার বইতে ক্ষমতা তোমায় দিয়েছে পরিশ্রম ।
কী আর করবে, এ জীবনে বিশেষ পাবে না ছুটি----
শ্রমসাধ্য যাপন তোমার, কাজেও দেখিনি ত্রুটি ।
তাইতো এমন বিশ্বাসে আজ চাইছি দায় নাও,
কর্মভারে যে নু'য়ে পড়েছি, আমায় তুমি বাঁচাও !
ভাবছো হয়তো অবুঝ হয়ে চাপিয়ে দিচ্ছি ভার,
পারস্পরিক জীবনে এসব ধর্ম-সারাৎসার ।
তবুও বুঝি, দেহ তোমার কতটা পারে সইতে ;
কথা দিচ্ছি, সাধ্য-অধিক মোটেও হবে না বইতে ।
#
কিছুটা যদি লাঘব করো কাজের ভীষণ ভার,
বুঝবো, শুধু কর্মীই নও, আছেও কিছু বিচার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন