লেবেল

শুক্রবার, ৯ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —৫ ।। এ জীবন এখন — দীপক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





কবিতায় বর্তমান সময় —৫



এ জীবন এখন

দীপক বন্দ্যোপাধ্যায়

"ভালো আছি" সত্যি ক'রে বলতে পারলে
ভালোই তো হ'তো ;
"ভালো আছি"---- বলি আজকাল
ব্যাজার মুখে তোলা হাইয়ের মতো ।

"ভালোবাসি", বললেই অনেকেই
ভালো ভালো উপহার চায় ;
এমনকি লজ্জার মাথা খেয়ে
কেউ কেউ মধ্যে তার
ছলেবলেকৌশলের কায়দায়
দামটাও জেনে নিতে চায় !

"এ জীবন এখন ভারি বিষময়"----
বলে ফেলি যদি,
বন্ধুরা স্তোক দেয়‌ এই বলে,
"দূষিত হয়েও নদী
প্রাণধারা নিয়ে পারে যদি বয়ে যেতে,
এ জীবন হোক তেমনি সহিষ্ণু ।
তাতে দু:খ-যন্ত্রণা থাকবেই,
ওই দূষণেরই‌ মতো ----
পরতে পরতে ।"

1 টি মন্তব্য: